ঝিলিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাঃ তানজিলা খাতুন এর সফলতার গল্পঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাঃ তানজিলা খাতুন। আলাতুলি ইউনিয়নের রানীনগর গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম।তাঁর পিতা ছিলেন পেশায় একজন স্কুল শিক্ষক।তিনি বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর জীবিকার প্রয়োজনে মাঠ কর্মী হিসেবে চাকুরিতে যোগদান করেন।উচ্চ শিক্ষার আকাঙ্খায় অনার্সে ভর্তি হলেও চাকুরীকে প্রাধান্য দিতে গিয়ে অনার্স পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেন নি।পরবর্তীতে বহিরাগত প্রার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম.এ পূর্বভাগ ও পরে এম. পরীক্ষায় উত্তীর্ণ হন।১৯৯৪ সালে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) পদে যোগদান করেন। তিনি বলেন ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে যোগদানের পর আমার ধ্যানে, জ্ঞানে, শয়নে স্বপনে শুধু ক্লায়েন্ট আর ক্লায়েন্ট। দক্ষতার সাথে সুবিশাল পরিশরে দৃঢ় প্রত্যয় নিয়ে শুরু হলো নতুন পথচলা।’
তিনি দায়িত্ব পালনকে শুধু পেশা হিসেবে গ্রহণ না করে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছেন।নিরাপদ মাতৃত্বে বিশেষ অবদান রাখার জন্য ২০১৩ সালের ২১শে জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁকে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন। এছাড়া প্রায় প্রতি বৎসর মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে নির্বাচিত হয়ে থাকেন।
তিনি প্রতি মাসে গড়ে ঝিলিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিম্ন বর্ণিত সেবা প্রদান করে আসছেনঃ
তাঁর সেবায় সন্তষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাড়াও রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলা, নওগাঁ জেলার নিয়ামতপুর ও মান্দা উপজেলা হতেও ক্লায়েন্টগণ সেবা নিতে আসেন।তিনি বলেন এখানেই আমার স্বার্থকতা । এলাকার মানুষ তথা আপামর জনগোষ্ঠীর মনিকোঠায় শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসায় সিক্ত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS