ভিশন: সকলের জন্য মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সাশ্রয়ী পরিবার পরিকল্পনা সেবা।
মিশন: বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচীর সফলত অনেক। তথাপি আমাদের সামনে রয়েছে কিছু সমস্যা ও চ্যালেঞ্জ। এ দেশে বাল্য বা শিশু বিবাহ এখনও একটি বড় সামাজিক সমস্যা হিসাবে বিদ্যমান। দেশের মোট জনসংখ্যার ২৩% হচ্ছে কিশোর কিশোরী। কিশোরীদের প্রায় ৫৯% এরই বিয়ে হয়ে যায় ১৮ বছর পূর্ন হওয়ার পূর্বেই( বিডিএইচএস-২০১৪)। ফলে এই অল্পবয়সী কেশোরী জনগোষ্ঠীর একটা বড় অংশ প্রজনন স্বাস্থ্য বিষয়ে অজ্ঞাত, অনেক ক্ষেত্রে ভুল ধারনা নিয়ে বিবাহিত জীবনে প্রবেশ করে। তাছাড়া বাল্য বিবাহ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যুর অন্যতম কারন। এই বাল্য বিবাহ প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ। এ সকল কিশোরী দম্পতিদের এবং শহরাঞ্চলে গড়ে উঠা বস্তিবাসীদের পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় আনা দূরহ হয়ে পড়েছে। এছাড়া সিপিআর ও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনের ক্ষেত্রে পুরুষের অংশগ্রহন বৃদ্ধি করা এবং টিএফআর, অপূর্ণ চাহিদা, ড্রপআউট হ্রাস করা, দুর্গম এলাকায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ।
* বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া অব্যাহত রাখা ও জোরদারকরণ ;
* মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য কমিউনিটি ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিক গুলোতে সেবার মান নিশ্চিত করা। দেশের প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা ডেলিভারীসহ পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সেবা প্রাপ্তি নিশ্চিত করা।
* কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সকল সেবা কেন্দ্রকে পর্যায়ক্রমে কিশোর কিশোরী বান্ধব করা
*নববিবাহিত ও এক সন্তানবিশিষ্ট দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও জন্মবিরতিকরণ বিষয়ে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা;
* ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র, ইত্যাদি প্রচার ও প্রদর্শন করা ;
* মনিটরিং ও সুপারভিশন জোরদার করার বর্তমান তদারকী ব্যবস্থার পাশা পাশি One Call Monitoring (OCM) চালু করা।
* সৃজনশীল (Innovative) কর্মপরিকল্পনার মাধ্যমে কর্যক্রমের সার্বিক উন্নতি সাধন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS